করোনার আবহে দেশজুড়ে অক্সিজেনের চূড়ান্ত সংকট। অক্সিজেনের অভাবে নানা রাজ্যে মৃত্যুমিছিল।
দিন দিন বাড়তে চলা এই আতঙ্কের মধ্যেই পথ দেখাল কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল! অক্সিজেনের চাহিদা মেটাতে এখানে তৈরি হচ্ছে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট তৈরি হচ্ছে, সেটি বাতাস থেকে অক্সিজেন আলাদা করে তা চিকিৎসার কাজে ব্যবহারের উপযোগী করবে। পাইপের মাধ্যমে তা থেকে কমপক্ষে ৩০০ রোগী অক্সিজেন পাবেন। কোচবিহার মেডিক্যাল কলেজের সুপার রাজীব প্রসাদের দাবি, '' ২ হাজার লিটার ক্ষমতার এই সিলিন্ডার থেকে সাধারণ রোগীর পাশাপাশি, করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দেওয়া যাবে। আগামী দুই তিন দিনের মধ্যেই চালু হবে এই ব্যবস্থা।''