আবারও ভারতের (India) জলসীমায় আটক করা হল পাকিস্তানের (Pakistan) মাছ ধরার নৌকা। এবারও সেই নৌকায় মিলল বিপুল পরিমাণ মাদক!
গুজরাত (Gujrat) উপকূলে ভারতীয় জলসীমায় একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করা হয়। সেই নৌকা থেকে প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের ৭৭ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ছয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (STS) যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।
RTPCR Test: ওমিক্রন আতঙ্কে দেশের ৬ আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্যতামূলক করা হল RTPCR টেস্ট
তদন্তের জন্য নৌকাটিকে গুজরাতের কচ্ছ জেলার জাখাউ উপকূলে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে কোস্ট গার্ড এবং এটিএস একই ধরনের অভিযান চালিয়েছিল এবং কচ্ছের জাখাউ উপকূলের কাছেই ভারতীয় জলসীমা থেকে আটটি পাকিস্তানি নাগরিক সহ একটি নৌকা এবং প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের ৩০ কেজি হেরোইন আটক করে।