আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনই করোনা আবহে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে দিল্লিতে দলের সদর দফতর থেকে সাইকেলে চড়ে সংসদে পৌঁছলেন তৃণমূল সাংসদরা।সকাল থেকেই থেকে আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি। ছাতা মাথায় দিয়েই সাইকেল চালিয়ে সংসদে পৌঁছেছেন কল্য়াণ ব্য়ানার্জি, ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়,প্রসূন ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।
সংসদের উভয় কক্ষে মুলতুবি প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস।ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে রাজ্যসভায় নোটিস দিয়েছে সিপিআই-ও।প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সংশোধনী বিল ও অস্ত্র কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও।