"একাত্তরের যুদ্ধ প্রমাণ করে ধর্মের ভিত্তিতে দেশভাগ ঐতিহাসিক ভুল।" একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
রবিবার ইন্ডিয়া গেটে 'স্বর্ণিম বিজয় পর্ব' (Swarnim Vijay Pwarva) অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, "১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছিল ভারত। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধেও ভারত ফের জিতবে।" রাজনাথ সিংয়ের অভিযোগ, "দেশবিরোধী কার্যকলাপকেও মদত দেয় পাকিস্তান।"
২০২১ সালে ৫০ বছরে পা রাখল ভারত-পাকিস্তান যুদ্ধ (India-Pakistan War)। একাত্তরের (1971) যুদ্ধের বর্ষপূর্তি অনুষ্ঠানেই যোগ দিতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।