Pegasus Snooping Case: পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কড়া তোপ রাহুল গান্ধীর। বুধবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়, তা কেন দেশবাসীর উপর ব্যবহার করা হল? সেই সঙ্গে ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আঙুল তুলেছেন তিনি।
পেগাসাস কাণ্ড নিয়ে বুধবার সকালেই নিজেদের মধ্যে আলোচনায় বসে কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিব সেনা-সহ ১৪টি বিরোধী দল।বৈঠক শেষে দুপুরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।
বিরোধীদের ফোনে আড়ি পাতা কংগ্রেস সাংসদ বলেন,‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন। দেশের বিরোধী নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ওই অস্ত্র।
বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত কিনা তাও প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, রাহুলের দু’টি নম্বরও পেগাসাগ স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছিল বলে রিপোর্টে দাবি করেছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার।