পেগাসাস ইস্যুতে সরব বিরোধীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত চেয়ে সুপ্রিম কোর্ট Court)-এও আবেদন করেছেন একাধিক ব্যক্তি। অবশেষে শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট।
আগামী বৃহস্পতিবার এই মামলার প্রথম শুনানি হবে।ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে দেশের বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, বিচারপতি, শিল্পপতি সহ প্রায় ৪০০-রও বেশি মানুষের ফোনে আড়ি পাতা হয়েছিল, এমনটাই অভিযোগ। কেন্দ্রের কাছে এই স্পাইওয়্যার ব্য়বহারের লাইসেন্স আছে কিনা, আদৌই এই স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি রাখা হয়েছে কিনা, তা জানতে জনস্বার্থ মামলাও করা হয়েছে।
আগামী বৃহস্পতিবারই এই মামলার প্রথম শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি এনভি রমন ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই মামলার শুনানি করবেন