কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। PTI জানিয়েছে, আমলাদের কাছ থেকে বিভিন্ন ধরণের সৃজনশীল প্রস্তাব পেয়ে সে সবের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কিন্তু একই সঙ্গে তিনি বলেন, এমন সব প্রস্তাব যে কেন সঠিক ভাবে বাস্তবায়িত হয় না,তা তিনি বুঝতে পারেন না।
শনিবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আমলাদের সঙ্গে কার্যত ম্যারাথন বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় চার ঘণ্টা ধরে চলে বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রীসভায় বড়সড় রদবদলের পর এমন বৈঠক এই প্রথম।
আমলাদের প্রতি প্রধানমন্ত্রীর পরামর্শ, তাঁরা কেবলমাত্র মন্ত্রকের সচিব হিসাবে কাজ করা বন্ধ করুন। বরং নিজেদের টিমের স্বাভাবিক নেতা হিসাবে সৃজনশীল পদ্ধতিতে কাজ করুন তাঁরা।