পদ্মশ্রী সম্মানে (Padma award) ভূষিত বাঙালি তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের (Biren Kumar Basak) উপহার পেয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।
পদ্ম পুরস্কার নিতে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে একটি অনবদ্য তাঁতের শাড়ি তুলে দেন বীরেনবাবু্।শাড়িতে মোদীর 'ধর্মনিরপেক্ষ' দিক ফুটিয়ে তোলা হয়েছে। শাড়িতে দেখা গিয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ মোদীর ভাষণ শুনছেন।
Kangana Ranaut: কঙ্গনা রানাউতের বিরুদ্ধে টিটাগড় থানায় মামলা কংগ্রেসের আইনজীবী নেতার
ছবি পোস্ট করে মোদী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের নদীয়ার বীরেন কুমার বসাক বিশিষ্ট তাঁতশিল্পী। শাড়িতে ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন তিনি। পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত।'