পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। আজ বিরোধীনেতাদের সঙ্গে সকালে বৈঠকের আয়োজন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাহুলের প্রাতরাশ বৈঠকে তৃণমূল কংগ্রেসও উপস্থিত থাকতে চলেছে। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যে সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর বৈঠকের আগে, রাহুলের উদ্যোগে হওয়া বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল গরহাজির ছিল।
কিন্তু সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে রাহুলের প্রাতরাশে যোগ দেওয়ার বিষয়ে রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ইতিমধ্যেই সবুজ সঙ্কেত পেয়েছেন। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সকলকে এই বৈঠকে যোগ দিতেই বলা হয়েছে।