লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেবে রেল মন্ত্রক। রেল সূত্রের খবর, রাজ্য সরকারকে রেল জানাবে পরিষেবা চালু করার জন্য চাপ বাড়ছে। কেবলমাত্র স্টাফ স্পেশাল ট্রেনে এত মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই লোকাল ট্রেন চালু করা হোক। উল্লেখ্য, রাজ্যে ফের লোকাল ট্রেন চালু করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে৷ বুধবারের পর বৃহস্পতিবারও অবরোধ হয় সোনারপুর স্টেশনে। আটকে পড়ে স্টাফ স্পেশাল ট্রেন। এরপর মল্লিকপুরে অবরোধ ঘিরে ধুন্ধুমার বাঁধে। জিআরপির গাড়ি ভাঙচুর হয়, পুলিশের দিকে ইটবৃষ্টি হয়। পুলিশ অবরোধ তুলতে লাঠিচার্জ করে।