করোনা পর্বে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে রেললাইনে। তাঁদের মধ্যে বড় অংশই পরিযায়ী শ্রমিক। এমনই তথ্য দিয়েছে রেলওয়ে বোর্ড। ২০২০ সালে যখন লকডাউন চলাকালীন প্যাসেঞ্জার ট্রেন বন্ধ ছিল, তখন প্রায় ৮ হাজার ৭৩৩ জনের রেললাইনে মৃত্যু হয়েছে। সারা দেশে কত মানুষের মৃত্যু হয়েছে রেললাইনে, তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে মামলা করেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্র শেখর গৌর। সেই মামলার প্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মৃতের সংখ্যার তথ্য দিয়েছে রেল। রেল বলেছে, রাজ্যগুলির থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে ৮০৫ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৩৩ জনের।