ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে বেশকিছু সতর্কতামূলক ব্যবস্থা নিল ভারতীয় রেল। এবার যাত্রীদের রাত ১১ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত ট্রেনে মোবাইল চার্জিং পোর্ট ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল। মঙ্গলবার রেলের শীর্ষ আধিকারিকরা এ কথা জানিয়েছেন। পশ্চিম রেলের প্রধান জন সংযোগ আধিকারিক (সিপিআরও) সুমিত ঠাকুর সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, "এ ব্যাপারে রেল বোর্ডের সমস্ত জোনগুলিকে নির্দেশ দিয়েছে। আমরা ১৬ মার্চ থেকে তা চালু করে দিয়েছি"।