গতকাল তিনদিনের সফরে গুজরাট গিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রথযাত্রার দিনে আমেদাবাদের জগন্নাথ মন্দিরে কোভিড বিধি মেনে আরতি দিলেন শাহ। কড়া নিরাপত্তা বেষ্টিত রয়েছে মন্দির চত্ত্বর। আরতির আগে মন্দির চত্ত্বরে প্রথা মেনে একটি হাতিকে খাওয়াতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে।
অতিমারী আবহে সারা দেশজুড়েই রথযাত্রা উদযাপিত হচ্ছে নিয়ন্ত্রিত ভাবে, করোনা বিধি মেনে। বাংলার ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা বাতিল হয়েছে। পুরিতে রথযাত্রাও ভক্তশুন্য।