সোমবার ভারতীয় কিষাণ মোর্চার(BKU) নেতা রাকেশ টিকায়েত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সরকারকে। ২৬ নভেম্বরের মধ্যে কেন্দ্র যদি বিতর্কিত কৃষি আইন বাতিল না করে তবে দিল্লির বুকে কৃষক আন্দোলন এযাবৎকালের মধ্যে তীব্ররূপ ধারণ করবে।
দিল্লির সিংঘু, টিকরি, গাজীপুর সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনের একবছর পূর্ণ হবে ২৬ নভেম্বর। তাই কেন্দ্রীয় সরকারকে চুড়ান্ত সময় দেওয়া হয়েছে ঐ দিন পর্যন্ত।
তিন বিতর্কিত কৃষি আইন বাতিল এবং ন্যূনতম এমএসপির(MSP) নতুন আইনের দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন।
এই একবছরে কেন্দ্র কৃষকদের সঙ্গে ১১বার বৈঠক করেছে। কিন্তু প্রতিবারই কেন্দ্র বোঝাতে চেষ্টা করেছে আইনগুলি কৃষকদের হিতের জন্য।