কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর করোনার তৃতীয় টিকা পেতে চলেছে ভারত। রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ টিকা এ দেশে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র । রাশিয়ার এই টিকা এখন ৫৯টি দেশে ব্যবহার করা হচ্ছে। তৃতীয় টিকা হিসাবে এবার ভারতও পেতে চলেছে স্পুটনিক ফাইভ। এর ফলে এদেশে টিকার চাহিদা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।ছাড়পত্র দিলেও ভারতে কবে থেকে এর ব্যবহার শুরু হবে এবং কবে এ দেশের বাজারে স্পুটনিক ফাইভ পাওয়া যাবে, তা জানানো হয়নি। ইতিমধ্যেই ভারত টিকা তৈরিতে বিশ্বের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে।উল্লেখ্য, ভারতে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছিল ডক্টর রেড্ডিস