পেগাসাস (Pegasus) মামলায় প্রবল চাপে পড়ল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। আগামী সপ্তাহে এই নিয়ে পূর্ণাঙ্গ নির্দেশ দেবে আদালত।
পেগাসাস মামলায় (Pegasus Case) ইতিমধ্যেই বারবার সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। এই মামলায় মামলাকারীদের বিচার ব্যবস্থার উপর যেমন ভরসা রাখতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court), তেমনই কোর্টের বাইরে সমন্তরাল আলোচনা এবং বিতর্ক করা থেকেও মামলাকারীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছিল আদালত।
Pegasus : পেগাসাস নিয়ে কমিটি গঠন করা হবে, আদালতে বলল কেন্দ্র
কিন্তু কেন্দ্রের ভূমিকায় বারবার ক্ষোভ প্রকাশ করে দিন কয়েক আগেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, 'রায় ঘোষণা ছাড়া আর অন্য কোনও পথ নেই!' এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রমন এদিন স্পষ্ট করে দিলেন, তদন্তের জন্য কমিটি গঠন করা হবে।