করোনার বাড়বাড়ন্ত। আর তার জেরেই ১৫ মে পর্যন্ত উত্তরপ্রদেশের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি ক্লাস ১০ ও ১২-এর বোর্ডের পরীক্ষা ২০ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার পরবর্তী সূচি নিয়ে আলোচনা হবে। সে সময় করোনা সংক্রমণের পরিমাণ কতটা থাকে তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। এছাড়া সংক্রমণ রুখতে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১০টি জেলায় জারি হয়েছে নাইট কারফিউ। সেই তালিকায় রয়েছে লখনউ, এলাহাবাদ, বারাণসী, কানপুর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, মেরট ও গোরক্ষপুর।