অসমের কোকরাঝাড় জেলায় দুই আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে৷ অসম পুলিশ জানিয়েছে, ধৃত সাতজনের মধ্যে তিনজন ওই দুই কিশোরীকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেয়। অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে। ১৬ এবং ১৪ বছরের ওই দুই তরুণীর ধর্ষণের ঘটনায় ৭ জনের গ্রেফতারির খবর টুইটারে শেয়ার করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার তিনি ওই দুই কিশোরীর বাড়ি গিয়ে অপরাধীদের বিচার ও শাস্তির আশ্বাস দেন।