উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) হিংসার প্রতিবাদে মহারাষ্ট্রে সোমবার ধর্মঘটের ডাক দিল মহা বিকাশ আঘাড়ি দল। এই বনধে সমর্থন জানিয়েছে এনসিপি, শিবসেনা ও কংগ্রেসও। মহা বিকাশ আঘাড়ি সাধারণ মানুষের কাছে লখিমপুরের হিংসার ঘটনায় রাজ্য জুড়ে বনধের আবেদন করেছে। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও এই বনধকে সম্পূর্ণ সমর্থন করবে।
৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুরে চার জন কৃষক সহ মোট আটজনের মৃত্যু হয়। মহারাষ্ট্রের জোট শরিক এনসিপি মুখপাত্র নবাব মালিক জানালেন, এনসিপি, কংগ্রেস ও শিবসেনার কর্মী সমর্থকরা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। তাঁর দাবি, কৃষকদের পাশে দাঁড়াতেই এই ধর্মঘট, সেটাও মানুষকে বোঝাচ্ছে দল। তাঁর দাবি, কেন্দ্র সরকার নতুন কৃষি আইন এনে কৃষকদের লুঠের ছাড়পত্র দিয়েছে। এবার সরাসরি কৃষকদের খুন করা হচ্ছে। এই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াতেই এই ধর্মঘট।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের দলগুলোর দাবি, মন্ত্রীকেও দ্রুত বরখাস্ত করতে হবে। সোমবার রাজভবনের সামনে মৌন প্রতিবাদে অংশ নেবেন দলের কর্মী সমর্থকরা। কংগ্রেসের সমস্ত নেতা ও কর্মী সমর্থকদেরও ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।