কালীপুজোর রাতে শিলিগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হল বেশ কয়েকটি দোকান। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত রামবাবু নামক বছর পঞ্চাশের ঐ ব্যক্তি বিহারের বাসিন্দা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এছাড়াও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে পুজো শেষ করে দোকানে শুতে গিয়েছিলেন রামবাবু। দীর্ঘক্ষন ধরে জ্বলছিল প্রদীপ। স্থানীয়দের অনুমান ঐ জ্বলন্ত প্রদীপ থেকেই আগুন লেগেছে দোকানঘরে।
Aryan Khan: জামিনের পর প্রথমবার এনসিবি-র দফতরে আরিয়ান খান
ভোরবেলা স্থানীয় কিছু যুবক চা খেতে বেড়িয়েছিল রাস্তায়। তাদের চোখে পড়ে ঘটনাটি। তাদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার করে ঐ ব্যক্তিকে। কোনোরকমে দোকানের দরজা ভেঙ্গে তাঁকে উদ্ধার করে সেই অবস্থায় পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।
তবে হাসপাতালে পাঠানোর আগেই ঐ ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, জানিয়েছেন চিকিৎসকরা।