পিসি সরকারের ম্যাজিকের মতোই কাণ্ড।খুচরো পয়সা থেকে হাতা,খুন্তি সবই চুম্বকের মতো আটকে যাচ্ছে শরীরে। শিলিগুড়ির ভারতনগরের বাসিন্দা নেপাল চক্রবর্তীই যেন একটা আস্ত চুম্বক। শরীরে লোহার যাই ছোঁয়ানো হচ্ছে সবই টেনে নিচ্ছেন নেপাল বাবু।ভ্যাকসিন নেওয়ার পর ঠিক এমনই আজব কাণ্ড ঘটছিল মহারাষ্ট্রের এক বাসিন্দার,টিভিতে সেই খবর দেখে নেপাল বাবুও তার শরীরে এই পরীক্ষা করেন, আর তখনই ঘটতে থাকে এই ঘটনা। তবে ভ্যাকসিন নেওয়ার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন চিকিতসকরা।