রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-এর প্রতিটি ডোজের দাম ১ হাজার ১৯৫টাকা। দেশজুড়ে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে অ্যাপোলো হাসপাতাল। ইতিমধ্যেই দেশের ৮০টি জায়গায় ১০ মিলিয়ন টিকার ডোজ পাঠানো সম্ভব হয়েছে। প্রথমসারির করোনা যোদ্ধা, জনবহুল স্থানে কর্মরত ও কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের এই টিকা আগে দেওয়া হবে বলে অ্যাপোলোর তরফে জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ২ কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষ।