করোনা পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর দিল হায়দরাবাদ। ১ মে রাশিয়া থেকে ভারতে পৌঁছে ছিল দেড় লক্ষ স্পুটনিক ভি। অবশেষে বাজারজাত করা হচ্ছে রাশিয়ার সেই টিকা। শুক্রবার থেকে হায়দরাবাদে এই টিকা দেওয়া হবে। এই খবর জানিয়েছে আরডিআইএফ পার্টনার ডাঃ রেড্ডিস। এই বিদেশি টিকার প্রতিটি ডোজের দাম ৯৯৫টাকা। স্পুটনিক ভির দেশীয় উৎপাদন শুরু হয়ে গেলে এর দাম অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির মধ্যে যখন গোটা দেশেই টিকার আকাল দেখা দিয়েছে সেখানে এই টিকা কিছুটা হলেও ঘাটতি মেটাতে সক্ষম হবে বলে মনে করছেন চিকিৎসকরা।