করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই দেশজুড়ে টিকার আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবারই ভারতে এসে পৌঁছাল রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি। হায়দরাবাদে বিমানে করে পৌঁছাল এই টিকা। টিকা সঙ্কটের মধ্যে এই খবর কিছুটা হলেও স্বস্তি দিল দেশবাসীকে। দেশীয় টিকা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর তৃতীয় টিকা হিসেবে ভারতে জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে স্পুটিনিক-ভি। ১২ এপ্রিল ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।
স্পুটনিক ভি-র দুটি ডোজ ২১ দিনের ব্যবধানে দেওয়া হবে। এই ভ্যাকসিনের কার্যক্ষমতা ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, এই টিকাকে মাইনাস ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে।