কাঁথি পুরসভা থেকে ত্রিপল লুঠের অভিযোগে কাঁথি থানায় অভিযোগ দায়ের নিয়ে মুখ খুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। দিল্লিতে সাংবাদিকদের বিধায়ক বলেন যে তাঁর এত দুর্ভাগ্য হয়নি যে,ত্রিপল করতে হবে। ত্রিপল লুঠের ঘটনায় থানায় অভিযোগ দায়ের নিয়েও উত্তর দিয়েছেন বিজেপি বিধায়ক, এ প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, থানায় যেকেউই অভিযোগ দায়ের করতে পারেন, তবে আইনি পথেই এর লড়াই হবে। কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ তোলেন কাঁথি পুরসভার পৌর প্রশাসক রত্নদ্বীপ মান্না।গত মঙ্গলবার এনিয়ে থানায় অভিযোগও দায়ের করেন তিনি।