বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মুকুল রায়কে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই সুর চড়ান তিনি। মঙ্গলবারের মধ্যে মুকুল রায় যদি বিধায়ক পদ না ছাড়েন, সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, ২ মে-র পর থেকে এ রাজ্যে ৩০০০-এর বেশি মামলা হয়েছে। যার মধ্যে ৯০ শতাংশই ভুয়ো। প্রয়োজনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে এই মামলাগুলির সত্যতা যাচাই করতে সিবিআই তদন্তের দাবিও তিনি করবেন বলে জানিয়েছেন।সোমবার বিকেলে বিধানসভা থেকে পায়ে হেঁটে রাজভবনে হাজির হন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ৫১ জন বিধায়ক এ দিন রাজভবনে যান