ত্রিপুরায় পুরভোটের (Tripura Corporation election) আগে মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্ট (Supreme Court) তৈরি করতে বলল বিপ্লব দেবের (Biplab Deb) সরকারকে।
'স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করার জন্য আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করছেন'? এই প্রশ্নও ত্রিপুরা সরকারের আইনজীবীকে করে সুপ্রিম কোর্ট।
সোমবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের অধীনে চলে মামলাটির শুনানি।
মামলা চলাকালীন তৃণমূলের আইনজীবী ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে ঘটা একাধিক হিংসার ছবি আদালতের সামনে তুলে ধরেন। ওই আইনজীবী বলেন, 'এই ছবিগুলি থেকেই স্পষ্ট যে, হিংসা চলার সময় পুলিশ ঠিকভাবে তাদের নিজের দায়িত্ব পালন করেনি'।
এরপরই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ত্রিপুরার বিজেপি সরকারকে (BJP Government) রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ দেয়।