দেশের অক্সিজেন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী,সেই পরিস্থিতিতেই করোনা পরিস্থিতির ভয়াবহ চেহারা নিয়ে আরও একবার উদ্বেগ প্রকাশ করলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদে। ভারতের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেখানেই প্রধান বিচারপতি বলেন,অক্সিজেনের অভাবে এখানে মানুষজন মারা যাচ্ছেন।বৃহস্পতিবারের শুনানিতেও একই উদ্বেগ ধরা পড়েছিল প্রধান বিচারপতির মন্তব্যে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থার সমান বলে মন্তব্য করেন। এবিষয়ে জাতীয় পরিকল্পনা দেখতে চান তিনি।