অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয় কুমার শেরাওয়াতকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল দিল্লির রোহিনী আদালত। তদন্তের স্বার্থে সুশীল কুমারকে আরও ৩ দিন পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।গত ৪ মে সাগর রানা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে গত ১০ দিন ধরে পুলিশি হেফাজতে ছিলেন জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল, তাঁর সহযোগী অজয় কুমার শেরাওয়াত ও এই খুনের সঙ্গে যুক্ত আরও সাত জন।