কুস্তীগির হত্যা মামলায় গ্রেফতার হওয়া সুশীল কুমারকে চাকরি থেকে সাসপেন্ড করল ভারতীয় রেল। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত উত্তর রেলের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার পদ থেকে সাসাপেন্ড করা হয়েছে দু'বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারকে।
সুশীল কুমারের পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার দিল্লি পুলিশ সুশীলকে গ্রেফতার করার পরেই এমন ভাবনা কেন্দ্রীয় সরকারের।
গত ২৩ মে গ্রেফতার করে ছ'দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাঁকে। দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশনে বন্দি রয়েছেন সুশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছরের সুশীল নাকি সোমবার রাতে কিছু খেতে চাননি। আর গোটা রাত ধরেই কেঁদে গিয়েছেন।