Taliban Viral Video: একদিকে চূড়ান্ত আতঙ্ক। অন্যদিকে চূড়ান্ত উল্লাস। দুই ছবি নিয়েই দিন কাটাচ্ছে আফগানিস্তান (AFGANISTAN)। ২০ বছর পর ফের তালিবানদের (TALIBAN) হাতে আফগানিস্তান।। গত রবিবার তালিবানরা রাজধানী কাবুল (KABUL) দখল করেছে। আর তার ঠিক পরের দিনই কাবুলের একটি অ্যামিউজমেন্ট পার্কে দেখা গেছে তালিবানি উল্মলাস। সম্প্রতি সেই ভিডিও সামনে এসেছে। একটি ভিডিওতে, তাদের দেখা যাচ্ছে হাতে বন্দুক নিয়ে ইলেকট্রিক গাড়ি চালাতে ।
অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে তালিবানি সেনাদের শিশুদের জন্য তৈরি জয় রাইডে চড়তে। তালিবানরা কাবুল দখল করার পর থেকেই আফগানিস্তান থেকে পালাতে শুরু করেছে সে দেশের মানুষ।
উপত্যকাজুড়ে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের মধ্যেই শিশুদের জয় রাইডে উল্লাসে মত্ত তালিবান।