বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে সোমবার বৈঠক টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটির (National Technical Advisory Committee)। শিশুদের টিকাকরণ (Child vaccination) নিয়েও আলোচনা করা হবে। বৈঠকে অতিরিক্ত ডোজ নিয়েও আলোচনা হবে। সোমবার কেন্দ্রের সঙ্গে সব বিষয় নিয়ে বৈঠক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসিরি গ্রুপ।
বুস্টার ডোজ ও ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ নিয়ে দীর্ঘদিন পরিকল্পনা করেছে এই উপদেষ্টা কমিটি। বিশেষজ্ঞদের মতে, বুস্টার ডোজ ও অতিরিক্ত ডোজের মধ্যে সূক্ষ পার্থক্য আছে। প্রাথমিক টিকাকরণ হয়ে যাওয়ার পরেও তা যদি কাজ না করে বলে মনে হয়, তখনই দেওয়া হয় বুস্টার ডোজ। ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হওয়ার পরেও রোগ-প্রতিরোধ ক্ষমতার উন্নতি না হলে দেওয়া হয় অতিরিক্ত ডোজ (Additional Dose)।
বুস্টার ডোজ নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা করেনি কেন্দ্র। দেশের প্রত্যেক নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করানোই আপাতত প্রাথমিক লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।