দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আমডাঙ্গার(Amdanga) প্রাচীন করুণাময়ী কালী মন্দিরে(Kali Temple)। স্থানীয়দের অভিযোগ, খোয়া গেছে প্রায় এক কোটি টাকার গয়না(Jewelries)। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গেছে, কয়েকশো বছরের প্রাচীন আমডাঙার(Amdanga) এই কালী মন্দিরটি(Kali Temple)। সেই মন্দির থেকেই কালী প্রতিমার অলংকার(Ornaments) নিয়ে চম্পট গিয়েছে দুষ্কৃতীরা(Goons)। স্থানীয়দের দাবি মন্দিরের মূল দরজায় তালা দেওয়া ছিল। তাহলে এত বড় চুরির ঘটনা ঘটলেও কেন মন্দির কর্তৃপক্ষ জানতে পারলেন না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা(Local People)। জানা গেছে, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। এর আগেও ছোটোখাটো চুরির ঘটনা ঘটেছে এই মন্দিরে।
এলাকাবাসীর আরও দাবি, দেবী প্রতিমার গায়ে হাত দিলে অ্যালার্ম(Alerm) বেজে ওঠার ব্যবস্থা ছিল। কিন্তু সেই অ্যালার্মও(Alerm) কাজ করেনি বলেই অভিযোগ স্থানীয়দের(Local People)।
আরও পড়ুন- Monkey Arrest: ২৫০ কুকুরছানা ‘খুনে’ গ্রেফতার দুই বাঁদর
অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক(NS34) কিছুক্ষণের জন্য অবরোধ করে আগুন জালানো হয়। আমডাঙ্গা থানার পুলিশ(Amdanga Police Station) ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।