বৃহস্পতিবার সকাল থেকেই ত্রিপুরায় শুরু হয়েছে পুরভোট। ভোটের আগেই বিজেপির(BJP) বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূল(TMC) এবং সিপিআইএম(CPIM)। বৃহস্পতিবার ভোট চলাকালীন ত্রিপুরা তৃণমূলের(AITC Tripura) ফেসবুক পেজ থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা ভোটার যখন ভোট দিচ্ছিলেন, তখন এক যুবক এসে ইভিএমের বোতাম টিপে দেয়। তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপির(BJP) পোলিং এজেন্ট। এই ঘটনাটি ঘটেছে আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডে।
আগরতলা পুরনিগমের ভোটে সকাল থেকেই বিরোধীরা অভিযোগ তুলেছেন বিজেপির(BJP) বিরুদ্ধে। কোথাও বিরোধী তৃণমূল(TMC) পোলিং এজেন্টকে মারধর, কোথাও বা সিপিআইএম(CPIM) প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।