উত্তরাখণ্ড থেকে বৃহস্পতিবার রাজ্যে ফিরল আরও পাঁচ বাঙালি অভিযাত্রীর কফিনবন্দী দেহ। হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দে’র দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছায় সকাল সোয়া ৮টা নাগাদ। এরপর সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের কফিনবন্দি দেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে। এলাকায় নিয়ে যাওয়ার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
বাইটঃ সুজিত বসু, দমকল মন্ত্রী
প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে লড়াইয়ে পরাজয়। প্রতিকূল আবহাওয়া! তুষারঝড়! সুন্দরডুঙ্গা হিমবাহের কানাকাট পাস সংলগ্ন এলাকায়, পাঁচ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ আগেই মিলেছিল। কিন্তু, আবহাওয়ার কারণে, তা উদ্ধার করা যাচ্ছিল না। সোমবার মৃতদেহগুলি উদ্ধার করা হয়।