বৃহস্পতিবার ত্রিপুরায়(Tripura) পুরভোটকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে ত্রিপুরাতে(Tripura)। বিকেল ৪টে পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস(TSR), ত্রিপুরা পুলিশ, সিআরপিএফ(CRPF) বাহিনীকে। বৃহস্পতিবার ত্রিপুরার ২০টি থানা এলাকার মোট ৬৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে ৩৭০টি বুথ অতি স্পর্শকাতর এবং ২৭৪টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু এত বাহিনী থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ নির্বাচন ঘিরে সন্দিহান বিরোধী শিবির। এর মধ্যেই ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আগরতলা পুরনিগমের(Agartala Corporation Election) ১৭নং ওয়ার্ডের সিপিআইএম(CPIM) প্রার্থীর অভিযোগ, বাড়িতে ঢুকে ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে পুরভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরার ৩৪% আসন জিতে গেছে বলে দাবি করেছে বিজেপি(BJP)।
আরও পড়ুন- Dilip Ghosh on tripura : প্রার্থী না পেয়েই ত্রিপুরায় 'হতাশা' তৃণমূলের, কটাক্ষ দিলীপ ঘোষের
অন্যদিকে, কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম থাকা সুতপা ঘোষ(Sutapa Ghosh) বুধবার সন্ধেতেই তৃণমূলে(TMC) যোগ দেন। আগরতলা পুরনিগমের(Agartala Corporation Election) ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। সন্ধেয় সুস্মিতা দেবের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলবদল করেন সুতপা। তৃণমূলে(TMC) যোগদান করেছেন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস(Congress) প্রার্থী রতন দাসও(Ratan Das)।