কাবুল বিমানবন্দরে হামলার পরেই পাল্টা আক্রমণ আমেরিকার। সুইসাইড বম্বারদের গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী।
মার্কিন প্রশাসনের দাবি, এই গাড়ি নিয়ে কাবুল বিমানবন্দরে হামলা চালাতে যাচ্ছিল আত্মঘাতী জঙ্গিরা। তার আগেই আত্মঘাতী জঙ্গিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।
সংবাদ সংস্থা সিএনএন সূত্রের খবর ড্রোন হামলায় একটি পরিবারের ছয় শিশু সহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। ২ বছরের একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে মার্কিন হামলায়।মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে বিমান হামলায় হাতহতের বিষয়টি তারা তদন্ত করে দেথছে।
প্রাণহানির ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে মার্কিন প্রশাসন। গাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত থাকায় বড়সড় বিস্ফোরণ ঘটে বলে মার্কিন সেনা সূত্রের খবর। নির্দিষ্ট লক্ষ্যেই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, এমনটাই জানানো হয়েছে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের তরফে