টানা বৃষ্টির জেরে উত্তরাখন্ডের চামোলিতে বড় ধস। ধসের কারনে বন্ধ সড়ক যোগাযোগ ব্যবস্থা।
চামোলির পিপালকোটিতে ধস -বিপর্যয়ের জেরে সোমবার থেকেই ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। তবে ধসের জেরে কোনও হতাহতের খবর মেলেনি।
ভয়বাহ ধসের সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন এক পর্যটক।
সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ছে বড় বড় পাথরের চাঁই।
দূরে থমকে গেছে পথচলতি সমস্ত গাডি।