করোনামুক্ত হওয়ার তিনমাস পর টিকা নেওয়া যাবে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী, টিকার প্রথম ডোজ নেওয়ার পর যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁরাও সেরে ওঠার তিন মাস পর টিকা নিতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া, সদ্য মা হওয়ার পরই টিকা নিতে পারবেন মহিলারা। এখন থেকে তাতে আর কোনও বাধা থাকছে না। টিকা সংক্রান্ত কেন্দ্রীয় প্যানেলের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।