লক্ষ্মীপুজোর আর দিন দুয়েক বাকি, তার আগেই আমজনতার দুর্ভোগ বাড়িয়ে সবজির বাজার আগুন।
খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার জন্য মূলত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং প্রতিকূল আবহাওয়া এই দুটি কারণকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
ভবানীপুরে যদুবাবুর বাজারে ইতিমধ্যেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ, পুজোর আগেও যা ছিল কেজি প্রতি ৩৪ থেকে ৩৭ টাকা। ক্যাপসিকাম ১৮০ থেকে ২০০ টাকা কেজি। ৬০ থেকে ১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে পটলের দাম। টোমেটো ৮০ টাকা কেজি। বেগুন আরও মহার্ঘ - ৮০ থেকে ১০০ টাকা কেজি। ধনেপাতা ৩০০ টাকা কেজি। সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। পালং শাক ১০০ টাকা কেজি। এক একটা ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা।