লখিমপুর খেড়ির (Lakhimpur Kheri) ঘটনায় সামনে এল মর্মান্তিক ভিডিও। দেখা গেল, একটি SUV পিষে দিচ্ছে কৃষকদের।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি ২ কৃষকের পিষে দেওয়ার অভিযোগ রণক্ষেত্র হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। ওই ঘটনার জেরে শেষপর্যন্ত মৃত্যু হয় মোট ৪ কৃষক-সহ ৮ জনের। দুই কৃষককে একটি গাড়ির পিষে দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো শেয়ার করেছে কংগ্রেস। শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)।
লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে। কিন্তু অজয় মিশ্রের দাবি তাঁর ছেলে ওই গাড়িতে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফেলত জনতা।
Lakhimpur Violence: লখিমপুর কাণ্ড নিয়ে যোগী সরকারকে কড়া আক্রমণ মমতার
ওই ভিডিয়ো টুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'মোদীজি, কোনও এফআইআর ছাড়াই আমাকে ২৮ ঘণ্টা আটকে রাখা হয়েছে। আর এই লোকটা যে আমাদের অন্নদাতাদের পিষে মেরেছে তাকে এখনও গ্রেফতার করা হয়নি।'