চিফ অফ আর্মি স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) চপার দুর্ঘটনার কবলে পড়ার আগের মূহুর্তের ভিডিও প্রকাশ্যে এল। তাতে দেখা যাচ্ছে, গাঢ় কুয়াশায় একটু একটু করে মিলিয়ে যাচ্ছে রাওয়াতের চপার।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরিতে চা বাগানের মাঝে আচমকাই ভেঙে পড়ে একটি সেনার হেলিকপ্টার (IAF Chopper)। তাতে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়ত।
দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি।
Bipin Rawat : বিপিন রাওয়াতের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ টলিউড ও বলিউড তারকাদের
কুন্নুরের কয়েকজন বাসিন্দা হেলিকপ্টার দুর্ঘটনা চোখে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এ বার প্রকাশ্যে এল জেনারেল রাওয়তের কপ্টারের দুর্ঘটনায় পড়ার ঠিক আগের মুহূর্তের ভিডিও।