শান্ত মেঘলা দিন, ঘটনাবিহীন, এমন দিনে হাত থুড়ি পায়ের কাছে যদি জুটে যায় একটা ফুটবল, তবে খেলা না জমে যায় কোথায়? উড়িষ্যার নবরঙ্গপুর জেলার তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হল। ও হ্যাঁ বলাই হয়নি যে! ফুটবল নিয়ে খেলছে এক ভাল্লুক মা আর তার একরত্তি ছানা। পায়ে পায়ে ড্রিবল করছে মা ভাল্লুক। আর ছানা ভাল্লুক, মাকেই অনুসরণ করছে।
মিনিট খানেকের এই চমৎকার ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে এই মায়ে পোয়ের খেলা দেখে দূর থেকে উৎসাহ দিচ্ছে ছেলের দল। ফুটবল নিয়ে খেলতে খেলতে এক সময় ওটা সঙ্গে করেই জঙ্গলের ভেতর চলে যেতে দেখা গেল তাঁদের।