রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(WBJEE) ২০২২-এর পরীক্ষাসূচি প্রকাশ করল বোর্ড। ২০২২ সালের ২৩ এপ্রিল হবে এই পরীক্ষা। OMR শিটে দিতে হবে উত্তর। আগের মতোই থাকবে নেগেটিভ মার্কিং। এক-চতুর্থাংশ নম্বর কেটে নেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য। আগের মতোই প্রতিটি পেপারে ২০০ নম্বরে হবে পরীক্ষা।
মঙ্গলবার থেকেই রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে। করোনাভীতি কাটিয়ে ছাত্রছাত্রীরা ফিরে গেছে তাদের চেনা ছন্দে। ধীরে ধীরে সমস্ত কিছুই স্বাভাবিক হচ্ছে। চলতি বছরেই করোনাবিধি মেনে সম্পন্ন হয়েছে WBJEE পরীক্ষা, হয়েছে কাউন্সেলিংও। বোর্ড জানিয়েছে, ডিসেম্বর থেকেই রাজ্যস্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার(WBJEE) জন্য আবেদন করা যাবে।
চলতি বছরে ১৬ জুলাই অফলাইনে হয়েছিল WBJEE পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯২,৭৯৫ জন ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের(Rahara Ramakrishna Mission) পাঞ্চজন্য দে।