পার্ক হোটেলের ছায়া এবার শিলিগুড়িতে। কোভিড বিধি অমান্য করে পার্টি করায় বার-কাম-রেস্তোরাঁর এক কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রধাননগর থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল। কোভিড প্রোটোকলও মানা হয়নি বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ বার-কাম-রেস্তোরাঁয় তল্লাশি চালায় পুলিশ। ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ প্রধাননগর থানা অঞ্চলের। অভিযোগ, কোভিড বিধি উড়িয়েই নির্দিষ্ট সময়ের পরেও খাবার, মদ সরবরাহ করা হয়। বিপর্যয় মোকাবিলা আইনে বার-কাম-রেস্তোরাঁর মালিক সহ ১০ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।