করোনা (Coronavirus)কালে ভাল কাজের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা এবং পর্যটন দফতর।
করোনা আবহে পড়ুয়াদের সাহায্যার্থে ভাল কাজ, শিক্ষার বিস্তারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। এসবেরই স্বীকৃতি পেল রাজ্যের শিক্ষাদপ্তর (Education Department, West Bengal)। রাজ্যের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হল আন্তর্জাতিক পুরস্কার ‘স্কচ’ (SKOCH)। স্কচ গোল্ডেন পুরস্কার পেল রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা – দুটি বিভাগই।
দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, কর্মীরা। ‘স্কচ’ পুরস্কার (Skoch Award) প্রাপ্তি তারই স্বীকৃতি।
Liquor Price: ১৬ নভেম্বর থেকে রাজ্যে কমবে বিলাতি মদের দাম, বিজ্ঞপ্তি জারির পর বন্ধ রাজ্যের পোর্টাল
এছাড়া পর্যটন বিভাগের ঝুলিতে এসেছে স্কচ (গোল্ডেন) পুরস্কার। টুইটারে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।