স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া স্টেশনে(HOWRAH STATION) কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত তিনদিন ধরে স্টেশনের ভেতরে এবং বাইরে আরপিএফ জওয়ান এবং জি আর পি কর্মীরা স্পেশাল চেকিং করছেন।
এদিন দেখা গেল আরপিএফ এবং জিআরপির পদস্থ অফিসারদের নেতৃত্বে নিরাপত্তাকর্মীরা দূরপাল্লার এবং লোকাল ট্রেনে তল্লাশি চালাচ্ছে।
যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্টেশনে ঢোকার আগে সব ধরনের গাড়িকে স্ক্যানিং মেশিন দিয়ে স্ক্যান করা হয়। এর পাশাপাশি নিরাপত্তা কর্মীরা প্রত্যেকটা গাড়ি এবং লাগেজকে হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং পোডার দিয়ে পরীক্ষা করেন।
ছিল সাদা পোশাকের পুলিশের টহলদারি । জিআরপি সূত্রে খবর এখনো পর্যন্ত কোন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে এখনই কোন ঢিলেমি দিতে রাজি নয় হাওড়া স্টেশনের নিরাপত্তাকর্মীরা