কথা রাখতে শুরু করল রাজ্য সরকার। শনিবার ৪ হাজার পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Student Credit Card)।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, ১ জানুয়ারি স্টুডেটন্স ডে হিসেবে পালন করা হবে। এবার ওইদিনই কত সংখ্যক পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়া হবে তার লক্ষ্যমাত্রা শনিবার স্থির করে দিলেন মুখ্য সচিব। এদিন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেকটি জেলার জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে।
মূলত শনিবার বিভিন্ন জেলায় ক্যাম্প করে করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়া হয়। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, প্রায় চার হাজার পড়ুয়াকে শনিবার বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ক্যাম্প করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে। ডিসেম্বর মাসজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার ব্যাপারে আরও গতি বাড়ানোর নির্দেশ দেন বৈঠকে মুখ্য সচিব।
Student Suicide: মোবাইল নিয়ে অভিভাবকদের গঞ্জনার অভিযোগ, 'অভিমানে' আত্মঘাতী মেয়ে
আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে খুব শীঘ্রই রাজ্য চুক্তিবদ্ধ হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়ার জন্য। মূলত ওই ব্যাঙ্কের মাধ্যমে ৫০ শতাংশেরও বেশি আবেদন রয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য।