পাকিস্তানের (Pakistan) মদতে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগে ২০টি ইউটিউব চ্যানেল (YouTube Channel) ও ২টি ওয়েবসাইটকে (Website) নিষিদ্ধ করল কেন্দ্র। Economic Times-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এই প্রথমবার আপৎকালীন ভিত্তিতে তথ্য প্রযুক্তি আইন (IT Act) কার্যকর করল কেন্দ্র।
ইনফরমেশন ব্রডকাস্ট (I&B) সেক্রেটারি অপূর্ব চন্দ্রা ইউটিউব ও টেলিকম মন্ত্রকের কাছে ওই ভিডিওগুলো ব্লক করার নির্দেশ দেন। তাঁর মতে, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরোধী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড! কী হল তারপর?
সরকারি আধিকারিকদের মতে, এই চ্যানেলগুলোর পিছনে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স বা আইএসআইয়ের মদত আছে। "নয়া পাকিস্তান" নামে একটি গোষ্ঠী ১৫টি নিষিদ্ধ চ্যানেলের সঙ্গে যুক্ত। ইউটিউবে এদের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ২০ লাখ। কাশ্মীর, অযোধ্যা, কৃষক আন্দোলন ও কৃষি আইন নিয়ে এরা ভুয়ো খবর ছড়াচ্ছে বলে অভিযোগ। "দা ন্যাকেড ট্রুথ", "ফর্টি এইট নিউজ", "জুনেইদ হালিম অফিসিয়াল" নামে তিনটি চ্যানেলও এদের সঙ্গে যুক্ত আছে বলে জানা গিয়েছে।