সংসদে(parliament)হৈ-হট্টোগোলের জেরে নির্দিষ্ট সময়ের আগেই লোকসভার অধিবেশন স্থগিত করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। এবার বিরোধীদের সংসদের একটি ভিডিওকে সামনে এনে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাল কেন্দ্র। , বুধবার রাজ্যসভার ভিতরে মারামারির একটি ভিডিও সামনে এনে সরকারপক্ষের দাবি বিরোধী সাংসদরা যে অভিযোগ এনেছিল তাদের মারধর করেছে মার্শালরা তা একেবারেই মিথ্যে। উল্টে বিরোধী সাংসদরাই মার্শালদের সঙ্গে হাতাহাতি করেছে।ভিডিওতে দেখা যাচ্ছে বিরোধী সাংসদরা মার্শালদের সাথে ঝগড়া করছে এবং ওয়েলে টেনে নামানোর চেষ্টা করছে। কয়েকজন সাংসদদেক মার্শালকে ধাক্কা দিতে ও টানাটানি করতে দেখা গেছে।
গতকয়েকদিন ধরেই পেগাসাস সহ একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। গোটা ঘটনার ঘটনার জন্য বিরোধী সাংসদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদরা
কয়েকজন সাংসদ টেবিলে উঠে এবং স্লোগান দিতে ও ফাইল ও কাগজ ছুঁড়তেও দেখা গেছে